বাড়ছে ডেঙ্গু, দুই সিটির উদ্যোগে ভাটা
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকাগুলোতে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এদিকে, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নির্মূলে কীটনাশক ছিটানোর মতো কিছু প্রথাগত কাজের বাইরে আর কোনও উদ্যোগ নেই ঢাকার দুই সিটি করপোরেশনের। অথচ ২০১৯ সালে ডেঙ্গু মহামারি আকার ধারণ করলে দুই সিটিই অভিনব কিছু উদ্যোগের কথা জানিয়েছিল।
কীটতত্ত্ববিদরা বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মশক বিভাগকে ঢেলে সাজানো দরকার। অভিজ্ঞ কীটতত্ত্ববিদ নিয়োগ, নিয়মিত মশার ঘনত্ব জরিপ, মশক কার্যক্রম তদারকি ও মূল্যায়ন এবং কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার নিয়মিত উদ্যোগ প্রয়োজন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ আগস্ট সকাল ৮টা থেকে ২৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শুধু ঢাকাতেই ভর্তি হন ১৩৪ জন।