জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ব্যতীত বাকি সব কমিটি বিলুপ্ত করলেও বিতর্ক পিছু ছাড়ছে না চট্টগ্রামের সমন্বয়দের। তাঁদের অনেকের নামে চাঁদাবাজি, অনৈতিক লেনদেন, মামলা-বাণিজ্য এমনকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠার সাত মাস পরও চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় পূর্ণাঙ্গ কমিটি দিতে পারছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিষয়টি নিয়ে অস্বস্তি রয়েছে দলটির মধ্যে।
নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকা সমন্বয়কদের মধ্যে বিভক্তি ও বিরোধ শুরু থেকে ছিল। এই সমন্বয়কেরা পরে এনসিপির নেতৃত্বে আসছেন। নেতাদের পুরোনো বিরোধ এনসিপিতেও প্রভাব ফেলছে। ফলে কমিটি গঠন নিয়ে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে এনসিপি চট্টগ্রামের নেতা-কর্মীদের বেশ কিছু বিষয়ে মতপার্থক্য ও বিরোধ দেখা দিয়েছে। এ কারণে কমিটি ঘোষণায় বিলম্ব হচ্ছে।