আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পরও টালমাটাল পুলিশ বাহিনী—তাদের মনোবল ভেঙে পড়েছে, চেইন অব কমান্ড ছিন্নভিন্ন।
গত বছরের ৮ আগস্ট নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম দিকের কয়েক সপ্তাহে এই কথাগুলো ছিল বহুল আলোচিত। কিছু সময়ের জন্য সেগুলো যথার্থও মনে হয়েছিল।
আন্দোলন দমনে নির্বিচারে গুলি ও অতিরিক্ত বলপ্রয়োগসহ সহিংস অবস্থানের কারণে তীব্র জনরোষের মুখে পড়ে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে এই বাহিনীর কর্মকর্তাদের গ্রেপ্তারের ঘটনায় সদস্যদের মধ্যে তীব্র ভয়ের সঞ্চার হয়।
ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার বাহিনীর মনোবল ফেরাতে একগুচ্ছ উদ্যোগ নেয়। আনা হয় নতুন নেতৃত্ব, বাড়ানো হয় ঝুঁকি ভাতা এবং দেওয়া হয় পদোন্নতি।