চুল পড়ে যাচ্ছে? হতে পারে আপনার দোষে
কালের কণ্ঠ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ০৯:৫৭
চুল হলো পুরুষ বা নারী সবারই সৌন্দের্যের প্রতীক। বংশগত কারণে বা পুষ্টির অভাবে চুল পড়ে যেতে পারে। তবে জানেন কি আপনার দোষেও চুল পড়তে পারে। চলুন আজ জেনে নেওয়া যাক সেসব কারণগুলো- খুব জোর দিয়ে চুলের পানি মোছেন আপনি কী তোয়ালে দিয়ে খুব জোরে ঘসে ঘসে চুল মোছেন? যদি করে থাকেন তবে এখনই বন্ধ করুন।
ভেজা চুলের গোড়া বেশ নরম থাকে। সহজেই উঠে আসে বা ভেঙে যায়। তার ওপর তোয়ালে দিয়ে জোরে জোরে মোছার কারণে চুল পড়ে যায় বা ভেঙে যায়। ভেজা চুল আঁচড়ান আগেই বলা হয়েছে ভেজা চুলের গোড়া নরম থাকে। তাই ভেজা চুল আঁচড়ালেই চুল উঠে আসে বা ভেঙে যায়। সবসময় চুল শুকানোর পর চুল আঁচড়াতে হয়। ব্লো-ড্রায়ার বা কার্লিং আয়রন ব্যবহার প্রচুর হিট চুল নষ্ট করে দেয়। ভেজা চুলে যখন আয়রন ব্যবহার করা হয় তখন প্রচুর হিটে আপনার চুল সিদ্ধ করে ফেলে। এতে চুল ভেঙে যায়।