পরোয়ানাভুক্ত আসামিকে মারধর, দুই পুলিশ সদস্য অবরুদ্ধ
গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে মারধরের অভিযোগে দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের গাঢ়োপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পুলিশ সদস্যকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পরোয়ানাভুক্ত আসামি আবুল কালাম (৪৫) ওই এলাকার মো. শাফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনসহ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ ও মারধর করেন স্থানীয় লোকজন।
আবুল কালামের স্ত্রী পারভীন আক্তার বলেন, সন্ধ্যার পর তার স্বামী বাড়ির বাইরে যান। এ সময় সিভিল পোশাকে পুলিশ পরিচয়ে এসে তাকে মারধর করে উলঙ্গ করে ফেলেন দুজন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে তাকে (আবুল কালাম) মারধর করার কারণ জানতে চাই। এ সময় ওই দুই পুলিশ সদস্য আমাকেও দুইবার লাথি মারেন। আমাকে মারধরের প্রতিবাদ করলে পাশের একটি সেলুনে নিয়ে স্বামীকে আটকে রাখেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অবরুদ্ধ
- পুলিশ সদস্য