চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এবং রোহিঙ্গা ও তাইওয়ান প্রসঙ্গ
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ৬ আগস্ট দুই দিনের এক দ্বিপক্ষীয় সফরে ঢাকায় এসেছিলেন। একই যাত্রায় তিনি এ অঞ্চলের আরো কয়েকটি দেশ সফর করছেন। প্রথম দিন তিনি ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২০১৭ সালে ঢাকা সফরে এসেছিলেন। তবে এবারের সফরটি একটু ভিন্ন পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হলো, যখন একদিকে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি সভার স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধানে কিছুটা অগ্রগতির আশা করা যাচ্ছে।