কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক পরিস্থিতি

কালের কণ্ঠ বিপ্লব বড়ুয়া প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৯:৫৫

জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। এটা স্বাভাবিক। এর আগে যখনই তেল-গ্যাসের দাম বেড়েছে, তখনই একই অবস্থা আমরা লক্ষ করেছি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সব সময় একটি অজনপ্রিয় কাজ।


এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি নিতে হয়। এর পরও বিরূপ পরিস্থিতিতে দেশের অর্থনীতি সচল রাখার জন্য বাস্তবতার নিরিখে এ ধরনের দুঃসাহসী সিদ্ধান্ত গ্রহণের কোনো বিকল্প থাকে না। আমরা এর আগেও দেখেছি বাংলাদেশসহ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ওঠানামা করতে। সবার নিশ্চয়ই মনে আছে, ২০১৬ সালে বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল।


আবার ২০২১ সালে বৈশ্বিক পরিস্থিতির কারণে তা বাড়াতে হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বা হ্রাস কোনো সরকার নিয়ন্ত্রণ করে না, সবটাই আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে। কিন্তু গতকাল রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তটি নিয়ে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও