পরাশক্তির মর্যাদা পুনরুদ্ধারে মরিয়া যুক্তরাষ্ট্র কতটা সফল হতে পারবে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে বিভিন্ন কল্পিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা। যুক্তরাষ্ট্রের আশপাশে কোনো শক্তিশালী শত্রু নেই, যার সঙ্গে যুদ্ধ করে নিজের শক্তি দেখাবে। তাই নিজের ক্ষমতা, শক্তি ও সামর্থ্য প্রমাণের জন্য যুক্তরাষ্ট্র বারবার আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ দিয়ে যুক্তরাষ্ট্রের পরাশক্তি হিসেবে উত্থান। কিন্তু এই পরাশক্তির সূর্য এখন অস্তাচলে। ম্রিয়মাণ ভাবমূর্তিকে আবারও শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে চেষ্টা করছে। যুদ্ধের ময়দান থেকে জ্ঞানের জগৎ—সর্বত্রই আধিপত্য প্রমাণের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে অবস্থার খুব বেশি হেরফের হচ্ছে না। একসময় যুক্তরাষ্ট্রের কল্পিত শত্রু ছিল বামপন্থী বিপ্লবীরা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্রের শত্রুর আসনে চলে আসে ইসলামপন্থীরা। উভয়কেই যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে বিভিন্ন দেশে গিয়ে হামলা করে, যুদ্ধ করে, নিরীহ জনসাধারণকে হত্যা করে বৈশ্বিক মোড়লের ভাবমূর্তি তৈরির চেষ্টা করেছে। এভাবেই যুক্তরাষ্ট্র একাধিপত্য বিস্তার করেছিল।