You have reached your daily news limit

Please log in to continue


বরগুনা সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের দোয়ার আয়োজন, ১৪৪ ধারা জারি

বরগুনা সরকারি কলেজ এলাকায় আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। কলেজে জেলা ছাত্রলীগের দুটি পক্ষ একই সময়ে দোয়া মাহফিলের আয়োজনের ঘোষণা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নিতের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরগুনা সদর থানার পরিদর্শক (ওসি) আলী আহম্মেদ ১৪৪ ধারা জারির তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্র দাস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বরগুনা ছাত্রলীগের নবগঠিত সভাপতি মো. রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের নেতৃত্বে আজ বিকেল চারটায় বরগুনা সরকারি কলেজে দোয়া অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতি পদবঞ্চিত ছাত্রলীগের নবগঠিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. সবুজ মোল্লার নেতৃত্বে একই স্থানে বিকেল পাঁচটায় দোয়া অনুষ্ঠানের আয়োজনের কথা রয়েছে।

দুই পক্ষ একই স্থানে একই সময়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করলে নেতা-কর্মীদের মুখোমুখি অবস্থান, বিশৃঙ্খলা, মারামারিসহ অপ্রীতিকর ঘটনা এবং আইনশৃঙ্খলার বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ৫ আগস্ট বরগুনা সরকারি কলেজসহ আশপাশে এলাকায় ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারা জারি করা হলো। ওই এলাকায় সব প্রকার সভা–সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন