‘যখনি জাগিবে তুমি তখনি সে পলাইবে ধেয়ে'

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৯:২৮

‘মুহূর্ত তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে,/যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমা চেয়ে,/যখনি জাগিবে তুমি তখনি সে পলাইবে ধেয়ে;/যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহার, তখনি সে/পথকুক্কুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে;/দেবতা বিমুখ তারে, কেহ নাহি সহায় তাহার,/মুখে করে আস্ফালন, জানে সে হীনতা আপনার মনে মনে।’


রবীন্দ্রনাথ ঠাকুর ‘এবার ফিরাও মোরে’ কবিতায় এই ডাক দিয়ে গেছেন। অন্যায়কারী, জুলুমকারীরা মনের মধ্যে ঠিকই জানে, তারা অন্যায় করছে। কাজেই তারা ভীরু হয়। একবার মাথা তুলে একসঙ্গে তাদের সামনে দাঁড়াতে পারলেই হয়! তারা ধেয়ে পালিয়ে যায়। কিন্তু সমস্যা হলো, দাঁড়াতে হয় একত্রে। একা একা দাঁড়ালে হয় না। যদিও রবীন্দ্রনাথই বলেছেন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।’ সেই একলা চলাটা একলাই চলা হয়। সম্মিলিত প্রতিরোধের কাফেলায় তা পরিণত হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও