কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এশিয়া কাপে সোহানের খেলা নিয়ে শঙ্কা

www.tbsnews.net প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ২০:১৭

জাতীয় দলে অধিনায়কত্বের প্রথম মিশনটা ভালো যায়নি নুরুল হাসান সোহানের। টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে জিম্বাবুয়ে গিয়ে সফর শেষ করা হয়নি তার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে চোট পাওয়ায় সফরের বাকি অংশ থেকে ছিটকে যাওয়া উইকেটরক্ষক এই ব্যাটসম্যান দেশে ফিরে এসেছেন। চোট কাটিয়ে উঠতে দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এমনকি আগামী এশিয়া কাপেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 


দুই-তিন সপ্তাহ সময় লাগলেও অবশ্য এশিয়া কাপে সোহানের খেলা নিয়ে শঙ্কা থাকার কথা নয়। কারণ সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। তিন সপ্তাহ লাগলেও ২১-২২ আগস্টের মধ্যে সোহানের ফিট হয়ে যাওয়ার কথা। কিন্তু বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, খেলতে হলে এশিয়া কাপ শুরুর সপ্তাহ খানেক আগেই ফিট হয়ে উঠতে হবে তাকে। 


সোহান পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। তবে এতেই হচ্ছে না, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর পরিকল্পনায় বিসিবি। সেখানকার ডাক্তার দেখিয়ে বোঝা যাবে সোহানের বাঁম হাতের তর্জনীতে অস্ত্রোপচার লাগবে কিনা। দেবাশিষ চৌধুরী বলেন, 'সোহানকে দেশের বাইরে পাঠানোর হবে। কোন দেশে পাঠানো হবে তা এখনও নিশ্চিত নয়। তিন-চার জায়গায় কথা হচ্ছে। কোথায় পাঠানো হবে, তা কাল (৪ আগস্ট) নিশ্চিত করা যাবে।' জানা গেছে সিঙ্গাপুরে পাঠানো হতে পারে সোহানকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও