বড় যান চলাচল বন্ধ, ছোটগুলো চলছে ঝুঁকি নিয়ে
বগুড়ার আদমদীঘিতে রক্তদহ বিলের উপড় নির্মিত বেইলি ব্রিজের পাটাতন (লোহার পাত) খুলে যাওয়ায় বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং ছোট যানবাহনগুলো চলছে ঝুঁকি নিয়ে।
আজ শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, স্থানিয়রা ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর গাছের ডাল রেখে যানবাহন চালকদের বিপদ সংকেত বুঝানোর চেষ্টা করছেন। ফলে এ সড়ক দিয়ে চলাচল করা বড় যানবহনগুলো ফিরে যাচ্ছে। এখানে স্থায়ীভাবে সিসি ঢালাই ব্রিজ নির্মানের দাবি এলাকাবাসীর।