ভারতকে হিন্দুত্ববাদে ঢাকার অপকৌশল

www.ajkerpatrika.com গৌতম রায় প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১৬:১৬

আরএসএসের রাজনৈতিক সংগঠন বিজেপি ২০০৯ সালের লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারার অবলুপ্তি ঘটিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদার সমাপ্তি ঘটায়। ২০২৪ সালের লোকসভা ভোটে জিতে ধর্মনিরপেক্ষ ভারতীয় সংবিধানকে ধ্বংস করাটাই যে এখন আরএসএস-বিজেপির একমাত্র লক্ষ্য, আর সেই লক্ষ্যপূরণের ভেতর দিয়েই ভারতকে ‘রাজনৈতিক হিন্দু রাষ্ট্র’-তে পরিণত করে সংখ্যাগুরুর আধিপত্য প্রতিষ্ঠার দিকে যাচ্ছে, যা তাদের কাজ দেখে ইতিমধ্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে।


ভারতীয় সংসদের নির্মীয়মাণ ভবনের ছাদে একটি বৃহদাকার অশোক স্তম্ভ স্থাপন করা হয়েছে। সে উপলক্ষে প্রচলিত হিন্দু আচার অনুযায়ী পুরোহিতদের দ্বারা পূজাপাঠের সঙ্গে ধর্মীয় রীতিতে অশোক স্তম্ভের অর্চনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড এটাই পরিষ্কার করে দিল, পরবর্তী লোকসভার ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি কেন্দ্রে সরকার গঠন করলে ভারতের বুকে ঠিক কী কী ঘটতে চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও