এক দীর্ঘ লড়াইয়ের পথে শ্রীলঙ্কা

কালের কণ্ঠ শ্রীলঙ্কা ফরিদুল আলম প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৮:২০

গত মে মাসে প্রধানমন্ত্রী পদ থেকে মাহিন্দা রাজাপক্ষে এবং গত ১৪ জুলাই প্রেসিডেন্ট পদ থেকে গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের মধ্য দিয়ে শ্রীলঙ্কার সরকার থেকে রাজাপক্ষে ভাইদের বিদায় নিশ্চিত হয়েছে। কিন্তু বিষয়টি দেশটির আন্দোলনকারী জনতার জন্য যে খুব একটা সুখকর হয়নি এর প্রমাণ রনিল বিক্রমাসিংহের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া।


আন্দোলনকারী জনতা রাজাপক্ষেদের ক্ষমতার বাইরে দেখতে যেমন মরিয়া হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একইভাবে তারা রনিলের নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছে না। আর এই কারণে তারা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে যখন নতুন করে তাদের সরকারবিরোধী কর্মসূচি শুরু করে, আমরা দেখতে পেলাম সেনাবাহিনী, পুলিশ এবং কমান্ডোদের যৌথ অভিযানের মধ্য দিয়ে তাদের রাজপথ থেকে বিতাড়িত করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও