কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগল ফটোজে থাকা ব্যক্তিগত ছবি লক করার উপায়

যুগান্তর প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১৩:৩৩

অনলাইনে ছবি সংরক্ষণ ও শেয়ারের অন্যতম প্ল্যাটফরম গুগল ফটোজ। গুগলের এ সেবার মাধ্যমে যত ইচ্ছা তত ছবি রাখা যায় কোনো খরচ ছাড়াই। যারা গুগল ফটোজেও বাড়তি নিরাপত্তা চান, তাদের জন্য এসেছে দারুণ একটি লকড ফোল্ডার ফিচার। লক ফোল্ডারকে সুরক্ষিত রাখার জন্য আপনি ডিভাইসের স্ক্রিন লক, পাসওয়ার্ড, ফিঙ্গার প্রিন্ট বা পিন যে কোনো একটি বিকল্প বেছে নিতে পারেন। আজকের আয়োজনে লকড ফোল্ডার ফিচার নিয়ে লিখেছেন-ফয়সাল আহমাদ।


মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের লক করা ফোল্ডারের ছবিগুলো আপনার ফটো গ্রিড, মেমোরিজ বা অন্যান্য অ্যালবামে প্রদর্শিত হবে না। পাশাপাশি ফটো ও ভিডিওগুলোতে আপনার অ্যাক্সেস থাকলেও সেগুলো ডিভাইসের অন্যান্য অ্যাপগুলোতে অ্যাক্সেসযোগ্য হবে না।


লকড ফোল্ডার ফিচার যেভাবে তৈরি করবেন


* প্রথমে প্লে স্টোরে যান এবং নিশ্চিত করুন যে আপনার Google Photos আপডেট রয়েছে কিনা।


* এরপর, Google Photos অ্যাপ খুলে স্ক্রিনের নিচে ডানদিকে কোনায় ‘Library’ আইকনে ক্লিক করুন।


* লাইব্রেরি অপশন খুললে পরে ‘Utilities’ ট্যাবে ক্লিক করুন যা স্ক্রিনের উপরে থাকবে।


* ইউটিলিটি সেকশনের অধীনে আপনি একটি ‘Set Up Locked Folder’ অপশন দেখতে পাবেন এ অপশন কীভাবে কাজ করে, বিশদ বৃত্তান্ত তা সবই ওখানে দেখিয়ে দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও