You have reached your daily news limit

Please log in to continue


অ্যান্টিবায়োটিকে আরও দীর্ঘায়িত হতে পারে ডায়রিয়া

বর্ষার ভরা মৌসুমেও দেশে এখন চৈত্র-বৈশাখের মতো তীব্র খরতাপ চলছে। প্রায় বৃষ্টিহীন তপ্ত আষাঢ়ের ভ্যাপসা গরমে দুর্বিষহ মানুষের জীবনযাত্রা। গরমে নানা রোগে অক্রান্ত হচ্ছে মানুষ। ডিহাইড্রেশনসহ বিভিন্ন কারণে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রাথমিকভাবে ডায়রিয়া থেকে মুক্তি পেতে মানুষ ছুটে যান পাড়া-মহল্লার ওষুধের দোকানে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করেন তারা। এতে হিতে বিপরীত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি ঢাকা পোস্টের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমন ঝুঁকির কথা জানিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন তানভীরুল ইসলাম।

ডা. মো. ইকবাল হোসেন : গরম আসলে সব বয়সীরাই ডায়রিয়ায় আক্রান্ত হন। গরমের কারণে সবাই পিপাসার্ত থাকেন। যেখানে যে পানি পান সেটিই তারা পান করতে চান। কিন্তু আমাদের প্রয়োজন সুপেয় পানি। সেই পানি আমরা অনেক সময় পাই না। যে কারণে বাধ্য হয়ে রাস্তার পাশের ময়লাযুক্ত পানি পান করতে হয়।

আরেকটি বিষয় হলো, আমাদের সবার বাসাতেই ফ্রিজ নাই। খাবার তৈরির পর সেটি আমরা বেশ কিছুক্ষণ বাইরে রাখি। কিন্তু এই গরমে শীতের মতো খাবার অধিক সময় ভালো থাকে না। যে কারণে খাবারে অল্পপরিমাণ জীবাণু থাকলেও সেটি গরমে অনেকটা মাল্টিপ্লাই (সংখ্যা বৃদ্ধি) হয়। তাদের (জীবাণু) শরীর থেকে রস বের হয়। এ কারণে অল্প পরিমাণ খাবার খেলেও আমাদের ডায়রিয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন