ধনখড়ের ইস্তফা, পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বে মণিপুরের রাজ্যপাল

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৮:৫৬

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব দেওয়া হলো মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। গতকাল রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তার পরেই অস্থায়ী রাজ্যপাল হিসেবে গণেশনের নাম ঘোষণা করলেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এনডিটিভি জানিয়েছে, মণিপুরের দায়িত্ব পালনের পাশাপাশি আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্বভার সামলাবেন গণেশন।


প্রেসিডেন্ট তাকে মনোনীত করেছেন।   গতকাল প্রেসিডেন্ট ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তার সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট। এখন থেকে নিজের দায়িত্ব ছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। এর আগে শনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার পরেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরে দাঁড়ান ধনখড়। আজ সোমবার উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি। আগে থেকেই শোনা যাচ্ছিল- প্রতিবেশি কোনো রাজ্যের রাজ্যপালকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব দেওয়া হতে পারে। সে অনুসারে ধনখড়ের ইস্তফাপত্র গ্রহণ করে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে গণেশনের নাম ঘোষণা করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও