![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/resize?width=800&quality=75&path=uploads/news/2022/Jul/17/1658044024691.jpg)
ঢালিউডে নতুন এক তারার নাম শরিফুল রাজ
শরিফুল রাজ। এখন দর্শকের কাছে পরিচিত এক নাম। তবে অর্ধযুগ আগে র্যাম্প মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু তার। শরিফুল রাজ প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমায় অভিনয় করে। সেখানে তার বিপরীতে ছিলেন নাজিফা তুষি। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘ন ডরাই’। এতে রাজের নায়িকা ছিলেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়া মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-তে রাজের অভিনয় দর্শকরা দারুণ পছন্দ করেন। চলতি বছর ওটিটিতে মুক্তি পাওয়া গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’-এ ভিন্ন রূপে হাজির হন তিনি। তবে সবকিছুকে ছাপিয়ে ‘পরাণ’ সিনেমার দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন এরইমধ্যে জয় করেছেন এই তরুণ মেধাবী নায়ক।
রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় দর্শকরা তাকে একজন অভিনেতা হিসেবে আবারো নতুন করে চিনেলেন । সিনেমা, ওয়েব প্ল্যাটফর্ম সবখানেই চুটিয়ে কাজ করছেন। সম্প্রতি ‘পরাণ’ সিনেমায় তাঁর লুক, সংলাপ বলার ধরণ, স্টাইল সব কিছুই দর্শকরা পছন্দ করেন । এর প্রমাণ সম্প্রতি একটি শো শেষ করেই সিনেমার নায়ক-নায়িকাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়েছিল বেশকিছু দর্শক। কারও আবদার ছবি তোলা, কেউ বা চান পর্দার তারকার সঙ্গে একটু কথা বলতে। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ এক দর্শক এসে জড়িয়ে ধরলেন চিত্রনায়ক শরিফুল রাজকে। নাম জানার আগেই ওই দর্শক রাজকে বুকে জড়িয়ে ধরে রীতিমতো কান্না শুরু করেন। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
- ট্যাগ:
- বিনোদন
- ঢালিউড চলচ্চিত্র
- নতুন মুখ
- শরিফুল রাজ