প্রকাশ্য দিবালোকে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধ্বনিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। বদিউজ্জামান ধ্বনি এর আগে নগর যুবদলের সভাপতি ছিলেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন বদিউজ্জামান ধ্বনি। এ সময় স্থানীয় সন্ত্রাসী রায়হান, রহিম, আকাশসহ চার-পাঁচজন সন্ত্রাসী তার ওপরে অতর্কিত হামলা চালান। তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।