হরতাল-অবরোধে নাশকতা: যুবদলের ৮ নেতা গ্রেপ্তার
হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে যুবদলের আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার লালবাগ কেল্লার মোড় ও গাজীপুর থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তারের কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান।
যাদেরকে ধরা হয়েছে, তারা হলেন- আতাউর রহমান, নাজির হোসেন, মাসুদ মিয়া, ঢাকা দক্ষিণ সিটির ৫৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দিল গণি, যুগ্ম আহ্বায়ক সোহাগ হাওলাদার ও একই ওয়ার্ডের যুবদল নেতা মো. শাহীন, ৫৬ নম্বর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর এবং ৫৭ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য সচিব মো. সিদ্দিক হাওলাদার।
পুলিশের অভিযোগ, ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে সংঘর্ষ, সহিংসতা এবং পরে হরতাল-অবরোধের নাশকতার সঙ্গে তারা জড়িত ছিলেন।
এদের মধ্যে আতাউরকে গাজীপুরের কালীগঞ্জ থেকে গ্রেপ্তারের কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা মশিউর বলেন, “তিনি মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। হরতাল ও অবরোধ সফলে যুবদলের গঠিত আটটি টিমের একটির টিম লিডারও তিনি।