ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও রাশিয়ার সরকার প্রধানদের নিয়ে সম্প্রতি শেষ হওয়া ব্রেক্সিট ভার্চ্যুয়াল সম্মেলনটি যা হয়নি, তার চেয়ে যা হয়েছে, সে জন্যও কম কৌতূহলজনক নয়। দুদিনের এই সম্মেলনে বেশ কিছু গঠনমূলক সিদ্ধান্ত এসেছে, আবার মামুলি ও শিশুতোষ সিদ্ধান্তেরও কমতি ছিল না। বিশেষ করে সমাপনীর ‘বেইজিং ঘোষণা’ ছিল একেবারেই প্রাণহীন।
ব্রিকসের বিশাল সম্ভাবনা নিয়ে অনেকের উচ্চাশা ছিল। কেননা, এ জোটে বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দুটি দেশ চীন ও ভারত, সাবেক পরাশক্তি রাশিয়া এবং লাতিন আমেরিকা ও আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠার পর ২০০৯ সালের বার্ষিক সভাটি ছাড়া (এ বছর দক্ষিণ আফ্রিকা জোটে যুক্ত হয়) এ জোটের বেশির ভাগ সম্মেলন কথার ফুলঝুরি এবং ধারাবাহিক অনার্জনের ইতিহাস।