কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্বাচনী চিন্তা নিয়ে এলাকায়

সমকাল প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ০৯:৩৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে এলাকায় জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতারা। ঈদুল আজহাকে ঘিরে নিজ নিজ এলাকায় যাচ্ছেন তাঁরা। মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। কেউ কেউ অবশ্য ঢাকাতেই থাকছেন। যাঁরা ঈদের দিনটি নিজ এলাকায় কাটাবেন, তাঁরা ঈদ উৎসবে যোগদানের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময়ের কাজটা সেরে নেবেন। সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছার পাশাপাশি দরিদ্রদের জন্য কোরবানির ব্যবস্থাও করছেন অধিকাংশ নেতা। সিলেট-সুনামগঞ্জসহ বন্যাকবলিত এলাকার নেতারা দাঁড়াচ্ছেন বন্যার্ত মানুষের পাশে।


ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, যদিও নির্বাচনের প্রায় দেড় বছর সময় বাকি, এখন থেকেই তৃণমূলে মানুষের সঙ্গে গণসংযোগ ও নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান তাঁরা। কেউ কেউ ঢাকায় ঈদ করলেও আগেই নির্বাচনী এলাকায় গিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি নেতাকর্মী ও জনগণের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। পাশাপাশি নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য পাঠিয়েছেন ঈদসামগ্রী। ঈদের দিন ফোনে এবং ভার্চুয়াল মাধ্যমে নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে নিয়মিত ঈদ শুভেচ্ছা বিনিময়ও করবেন। ঈদের পরও এলাকায় যাবেন কেউ কেউ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও