ক্ষমা করে দেবেন শর্মিলী আপা আমাদের ব্যর্থতার জন্যে!
শর্মিলী আহমেদ আজ আর নেই। তাঁর মৃত্যুর খবর টেলিভিশন এবং ফেসবুকে খুব দ্রুত ছড়িয়েছে, অথচ তিনি যে অসুস্থ ছিলেন সে খবর কোনো মিডিয়াতে তেমন প্রকাশ পায়নি। আমরা মৃতদের নিয়ে অনেক কান্নাকাটি, হা হুতাশ করা জাতি- এ কথা শর্মিলী আহমেদ ছাড়া অন্যান্য গুণীজনদের বেলায়ও আমরা দেখেছি।
অভিনেত্রী শর্মিলী আহমেদের খুব ভক্ত আমি। নাটকে শর্মিলী আহমেদ, দিলারা জামান, ডলি জহুর, আবুল হায়াত থাকলে নায়ক-নায়িকা যেমনই হোক এই নাটক দেখার আগ্রহ আমার সব সময় হতো।
আমরা শুধু নাটক দেখিনা, আমরা অভিনয় দেখি। সেই অভিনয় শর্মিলী, দিলারা জামান, ডলি জহুর, আবুল হায়াত – এরা দিতে পারেন; দিয়েছেন আন্তরিকভাবে। এখন তাদের তেমন ডাকা হয় না, তাই অভিনয়ের পারদর্শিতা কমেছে, অভিনয় শিল্পীদের সংখ্যাও কমেছে। হয়তো ডিজিটাল মাধ্যম এর জন্য কিছুটা দায়ী হতে পারে। সিনেমাতেও শর্মিলী আহমেদ অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। 'অবির্ভাব' সিনেমাতে তাঁর অভিনয় আমাকে খুব আপ্লুত করেছে।
- ট্যাগ:
- মতামত
- অভিনেত্রী
- শোকগাথা
- শর্মিলী আহমেদ