কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১০:৪৫

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের সবচেয়ে বড় দুই ধর্মীয় উৎসবের একটি। ইসলামে যে পাঁচটি অবশ্যপালনীয় বিধান আছে, তার মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য হজ পালন করা ফরজ। হজের অন্যতম অনুষঙ্গ কোরবানি।


প্রতিবছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আরাফাত ময়দানে সমবেত হয়ে পবিত্র হজ পালন করে থাকেন। কিন্তু বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে গত দুই বছর যথাযথভাবে হজ পালিত হতে পারেনি। স্থানীয়ভাবে খুবই সীমিতসংখ্যক মানুষ হজ পালন করেছেন। এবার করোনার সংক্রমণ কম থাকায় সৗদি সরকার বিদেশিদের জন্য হজ উন্মুক্ত করে দিয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে সৌদি আরব গেছেন।


প্রতিবছর হজযাত্রা নিয়ে নানা রকম সমস্যা হয়। কখনো ফ্লাইট বিড়ম্বনা, কখনো হজ এজেন্সির প্রতারণার কারণে অনেকে পুরো অর্থ পরিশোধ করেও হজ পালন করতে পারেননি। এবার হজযাত্রা মোটামুটি নির্বিঘ্ন হয়েছে। এ জন্য হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধন্যবাদ জানাই। আশা করা যায়, হজযাত্রীদের ফিরতি যাত্রাও নিরাপদ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও