You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে এবার এফডিসিতে কোরবানি দিচ্ছেন না পরীমণি

ঢাকাই সিনেমার অন্যতম গ্ল্যামারাস ও সুদর্শনা নায়িকা পরীমণি। সৌন্দর্যে-গড়নে তিনি যে কারোর চেয়ে এগিয়ে। তাইতো পরীমণি বলতেই যেন সবার চোখে ভেসে ওঠে কল্পনার পরীর রূপ। সিনেমার ঝলমলে জীবনের বাইরে এই নায়িকা একজন সুন্দর মনের মানুষও। তার মানবিকবোধ প্রশংসিত হয়েছে বারংবার। বিশেষ করে এফডিসিতে সামর্থ্যহীন মানুষদের জন্য কোরবানি দিয়ে আলাদা করে নজর কাড়েন এই নায়িকা।

তবে এ বছর এবার এফডিসিতে কোরবানি দেওয়া হবে না পরীমণির। প্রথমবার মা হাওয়ার অপেক্ষায় রয়েছেন নায়িকা। কাজ থেকে ছুটি নিয়ে বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন। শারীরিক অবস্থার কারণেই এবার এফডিসিতে কোরবানি করতে পারছেন না তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির স্বামী ও চিত্রনায়ক শরিফুল রাজ। তিনি বলেন, ‘আমাদের বাসায় নতুন অতিথি আসছে। জীবনের চমৎকার সময় কাটাচ্ছি আমরা। প্রতিবার ও এফডিসিতে গিয়ে সবার সঙ্গে কোরবানির ঈদটা উদাযপন করে পরী। আপনারা তো জানানে, এবার আসলে পরীর সেই অবস্থায় নেই।’

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি বছর এফডিসিতে একটি করে গরু বাড়িয়ে সর্বশেষ ২০২১ সালে ছয়টি গরু কোরবানি দেন পরীমণি। গত বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় বাইরে কোরবানি দেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন