অভিভাবকহীন শিল্পকলা, পরিষদও নিষ্ক্রিয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৮:৩৯

সংস্কৃতি উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগসহ আমলাতান্ত্রিক জটিলতার কথা বলে সৈয়দ জামিল আহমেদ সেই যে মহাপরিচালকের পদ ছাড়লেন, তারপর থেকে দুই মাস ধরে অভিভাবকহীন শিল্পকলা একাডেমি


এই সময়ে পরিষদের কোনো সভা শিল্পকলায় হয়নি। শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। শিল্পকলা চলছে মূলত সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে।


তাতে শিল্পকলার কর্মকাণ্ড হয়ত বন্ধ হয়ে যায়নি, কিন্তু স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করেন বর্তমান পরিষদের সদস্য অভিনেতা ও নাট্যনির্দেশক আজাদ আবুল কালাম।


তবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলছেন, শিল্পকলার কর্মকাণ্ড থেমে নেই। শিল্পকলাকে ‘অভিভাবকহীন’ মানতেও তিনি রাজি নন।


গত ৯ এপ্রিল শিল্পকলার বর্ষবরণের অনুষ্ঠান নিয়ে এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ফারুকী বলেছিলেন, “অভিভাবকহীন হলে শিল্পকলা একাডেমি এতগুলো প্রোগ্রাম করতে পারত না। অভিভাবকহীন একটা শিল্পকলা একাডেমি এ ধরনের প্রোগ্রাম করতে পারে না। তারা যথেষ্ট সক্ষমতার পরিচয় দিচ্ছে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও