You have reached your daily news limit

Please log in to continue


দাম্পত্য জীবনে কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ১৯৯৭ সালে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। দুই সন্তানের এই দম্পতি একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ২৭ বছর।

তবে সাম্প্রতিক সময়ে তাদের ব্যস্ততা বেড়ে যাওয়ায় একসঙ্গে অনুষ্ঠানে দেখা যায় না বলে জানিয়েছেন জাহিদ হাসান।

সম্প্রতি এক পডকাস্টে দাম্পত্য জীবনে দূরত্ব এসেছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ভালো আছি। যদিও একসঙ্গে কোথাও আসলেই যাই না। কারণ আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি। যারা মন্তব্য করে, তারা হয়তো জানে না, আমার আপন ভাইয়ের বিয়েতেও আমি যেতে পারিনি। সেদিন আমার বিচ্ছু নাটকের শো ছিল বরিশালে। আমার জীবন এভাবেই শুরু হয়েছে। শুটিংয়ের জন্য শিডিউল আগে থেকে নিয়ে রাখা হয়। এর মধ্যে হঠাৎ দাওয়াত এসে পড়ে। তখন আর সেই দাওয়াতে যাওয়া যায় না। আর এখন কোনো ক্লাবে গেলে আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করে না। তাই অনুষ্ঠানগুলোয় মৌ একাই যায়। সে দেশে না থাকলে আমি যাওয়ার চেষ্টা করি।’

এ সময় নিজের সাবেক প্রেমিকার প্রসঙ্গও টেনে আনেন জাহিদ হাসান। তিনি জানান, স্ত্রী মৌ বিষয়টি জানেন এবং এ নিয়ে মাঝে মাঝে মজাও করেন। অভিনেতার ভাষায়, ‘আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। আমাকে লেগপুলিং করে। একদিন হঠাৎ সে আমাকে বলল, এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখো। দেখি, তার হাতে অনেকগুলো চিঠি। ’

মৌয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল জাহিদ হাসানের। সেই অভিনেত্রীর সঙ্গে একসময় একাধিক নাটকে কাজ করলেও সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর একসঙ্গে কাজ করেননি। এখন দেখা হলেও কথাবার্তা হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন