You have reached your daily news limit

Please log in to continue


আত্মীয়রা দুই বছর কথা বলেননি এই নায়িকার সঙ্গে

এই শতকের প্রথম দশকে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় মুখগুলোর একজন ছিলেন আমনা শরিফ। একতা কাপুরের হিট ধারাবাহিকে কাশীশ সুজল গারেওয়ালের ভূমিকায় অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। সহশিল্পী রাজীব খান্ডেলওয়ালের সঙ্গে তাঁর রসায়নকে এখনো ভারতীয় টিভি–ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে দেখা হয়। কিন্তু এ আলোয় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া আমনাকে স্বপ্নপূরণের জন্য লড়তে হয়েছে নিজের চারপাশের সব বাধার সঙ্গে।

বিজ্ঞাপনচিত্র দিয়ে শুরু

১৯৮২ সালের ১৬ জুলাই মুম্বাইয়ে জন্ম আমনা শরিফের। বাবা ভারতীয়, মা বাহরাইনি। খুব ছোট বয়সেই বাবাকে হারান তিনি। মাকেই আশ্রয় করে বড় হওয়া। সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া সাক্ষাৎকারে আমনা বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু পরিবার ছিল খুবই রক্ষণশীল। পরিস্থিতির কারণে পড়াশোনা চালিয়ে নিতে আমাকে একসময় বুটিকেও কাজ করতে হয়েছিল।’

কলেজে পড়ার সময়ই প্রথম বিজ্ঞাপনের সুযোগ পান তিনি। মায়ের অনুমতি পেতে ছয় মাস ধরে বোঝাতে হয়েছে তাঁকে। অবশেষে মা পরিবারের বিরোধিতা সত্ত্বেও মেয়ের পাশে দাঁড়ান। এ কারণে আত্মীয়রা দুই বছর তাঁর সঙ্গে কথা পর্যন্ত বলেননি। এরপর কুমার শানু, ফাল্গুনী পাঠক ও দলের মেহেন্দির গানের ভিডিওতে কাজ করেন আমনা। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতেই তাঁকে দেখে একতা কাপুর ডাকেন অডিশনের জন্য। সেখান থেকেই শুরু হয় আমনার আসল যাত্রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন