
বেলাল-কর্ণিয়ার ‘তুমি ছাড়া নেই আলো’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১৯:৪৭
সংগীতশিল্পী বেলাল খান ও জাকিয়া সুলতানা কর্ণিয়ার কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘তুমি ছাড়া নেই আলো’।
শুক্রবার বেলাল খানের ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে গানটি।
‘তুমি ছাড়া নেই আলো’ গানের কথা লিখেছেন সহদেব সাহা। সুর করেছেন বেলাল খান নিজেই এবং সংগীত আয়োজন করেছেন এমএমপি রনি। গিটারে ছিলেন রাজীব ঘোষ।
- ট্যাগ:
- বিনোদন
- গান
- নতুন মিউজিক ভিডিও