গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ১৭:১১

গেইমারদের জন্য নিজেদের ‘রিপাবলিক অফ গেইমারস (রোগ)’ ফোন লাইনআপে দুটি নতুন ডিভাইস আনার ঘোষণা দিয়েছে আসুস। ডিভাইস দুটি হচ্ছে ‘রোগ ফোন ৬’ এবং ‘রোগ ফোন ৬ প্রো’।


যারা গেইম খেলতে পছন্দ করেন তাদের জন্য নতুন এই গেইমার ফোন আনছে আসুস। এ ছাড়া, ফোন দুটোর আপগ্রেড করা ডিসপ্লে দেখতেও বেশ চমকপ্রদ।


দুটো মডেলেই রয়েছে কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন ৮+ জেন ১’ প্রসেসর এবং ৫১২জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা।


ফোন দুটিতে অবশ্য আগের মডেল ‘রোগ ফোন ৫এস’-এর মতোই ৬.৭৮ ইঞ্চির ‘ওলেড স্ক্রিন’ দিয়েছে আসুস। তবে, ফোন দুটোর ‘রিফ্রেশ রেট’ ১৬৫ হার্টজ এবং ‘টাচ-স্যামপ্লিং রেট’ ৭২০ হার্টজ, যা সর্বশেষ মডেল থেকে যথেষ্টই উন্নত।


ডিভাইস দুটিতে আরও আছে ছয় হাজার মিলি অ্যাম্প-আওয়ার ব্যাটারি, যা আগের মডেগুলোতেও ব্যবহৃত হয়েছে। পাশাপাশি, এতে তিনটি ক্যামেরার সুবিধা দিয়েছে তাইওয়ানের হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।


‘রোগ ফোন ৬’-এর সর্বনিম্ন বিক্রয়মূল্য ৯৯৯ ডলার এবং ‘৬ প্রো’র ক্ষেত্রে সেটি ১২৯৯ ডলার। প্রথমে যুক্তরাজ্য এবং ইউরোপে উন্মোচনের পর যুক্তরাষ্ট্র, ভারত এবং অন্যান্য জায়গায় ফোনটি আনার পরিকল্পনা করছে আসুস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও