রাজধানীর পশুর হাট এলাকায় রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ১১:৫৭
কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোর আশপাশের ব্যাংকের কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব ব্যাংকে চলবে লেনদেন। একই সঙ্গে আগামী শুক্র ও শনিবারও এসব এলাকার ব্যাংক খোলা থাকবে। গতকাল এসংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়। হাটগুলোর নিকটবর্তী ব্যাংকের শাখা-উপশাখা ব্যবহার করে পশু বিক্রির অর্থ লেনদেন করে থাকেন ব্যবসায়ীরা। এ জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের তালিকাভুক্ত হাটগুলোর নিকটবর্তী ব্যাংকের শাখা-উপশাখায় বিশেষ ব্যবস্থায় ৭ জুলাই থেকে রাত ৮টা পর্যন্ত লেনদেন চলবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে