ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে হযবরল অবস্থা
দেশের বেসরকারি খাতের অর্ধেকের বেশি ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদন আটকে গেছে। ফলে এসব ব্যাংক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারছে না, আবার লভ্যাংশও ঘোষণা করতে পারছে না। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি পরিপালন করতে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১টি কোম্পানি আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে সভা ডেকেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে আর্থিক প্রতিবেদন অনুমোদন ছাড়া কিছু ব্যাংকের সভা শেষ হয়েছে। আর কিছু ব্যাংক পর্ষদ সভা বাতিল করেছে।
একই অবস্থা রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোরও। ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, কোনো কোনো ব্যাংক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করলেও বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পায়নি। আবার কোনো কোনো ব্যাংককে অনাপত্তি দেওয়ার পর শেষ মুহূর্তে সেটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে শেষ মুহূর্তে এসে কিছু ব্যাংকের পর্ষদ সভা বাতিল হয়ে যায়। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, আর্থিক বছর শেষ হওয়ার সর্বোচ্চ চার মাসের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে হয়। সেই হিসাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর এপ্রিলের মধ্যে গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা। গত ডিসেম্বরে এসব ব্যাংকের আর্থিক বছর শেষ হয়েছে।
নিয়ম অনুযায়ী, আর্থিক বছর শেষ হওয়ার চার মাসের মধ্যে আর্থিক হিসাব চূড়ান্ত করে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা করতে হয়। কিন্তু তালিকাভুক্ত বেশির ভাগ ব্যাংকের ক্ষেত্রে এবার সেটি হয়নি। এ কারণে তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে ১৬টি নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা করতে পেরেছে।