কেন প্রস্তুত হয়নি বার্ষিক প্রতিবেদন, ব্যাখ্যা দিল ১৬ ব্যাংক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১৬:৫৭

হিসাব বছর শেষে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত ও অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করতে ডাকা পর্ষদ সভায় কী হল, তার ব্যাখ্যা দিয়েছে ১৬ ব্যাংক।


রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তুলে ধরা এই ব্যাখ্যায় কেউ বলেছে পর্ষদ সভা ‘অনিবার্য’ কারণে স্থগিত করা হয়; কোনো কোনো ব্যাংক বলেছে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি না পাওয়ায় পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়নি।


আবার কোনো ব্যাংক বলেছে, পর্ষদ সভা হলেও আর্থিক প্রতিবেদন অনুমোদন করা সম্ভব হয়নি; এ কারণে মূল্য সংবেদনশীল তথ্য বা পিএসআই প্রকাশ করা হয়নি।


খেলাপি ঋণের প্রকৃত চিত্র তুলে ধরে এর বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ করতে না পারা, কয়েকটি প্রকৃত খেলাপির চিত্র না দেখানো ও আর্থিক প্রতিবেদন অনুসারে ডিভিডেন্ড ঘোষণা করার অনুমতি না দেওয়ায় সরকারি-বেসরকারি ১৯ ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদন শেষ মুহূর্তে আটকে দেয় বাংলাদেশ ব্যাংক।


২০২৪ হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করে তার ভিত্তিতে বিনিয়োগকারীদের লভ্যাংশ ঘোষণার শেষ দিন ছিল গত ৩০ এপ্রিল।


সেজন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের ১৭টি শেষ দিনে পর্ষদ সভা ডেকেছিল। তবে বাংলাদেশ ব্যাংকের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বা অনাপত্তি না পাওয়ায় ব্যাংকগুলো অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেও সিদ্ধান্ত নিতে পারেনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও