চট্টগ্রাম বন্দরে কনটেইনারপ্রতি মাশুল বাড়বে ৪ হাজার ৪০০ টাকা
চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত নতুন মাশুল গত ২৪ জুলাই অনুমোদন দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে ওই প্রস্তাব গেজেট আকারে প্রকাশ হলে নতুন মাশুল কার্যকর হওয়ার কথা। কিন্তু তার আগেই একসঙ্গে গড়ে ৪১ শতাংশ হারে মাশুল বাড়ানোর বিষয়ে আপত্তি জানায় ব্যবহারকারীরা। এই অবস্থায় গেজেট প্রকাশের আগে শেষ মুহূর্তে বন্দরের মাশুল বাড়ানোর বিষয়টি আবারও পর্যালোচনা করা হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন মাশুল পর্যালোচনার জন্য বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারীদের নিয়ে আজ সোমবার বিকেলে সভা ডেকেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন বন্দরসচিব মো. ওমর ফারুক।
এদিকে চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত মাশুলের হার পর্যালোচনা করে দেখা গেছে, নতুন মাশুল কার্যকর হলে বন্দরের আয় বাড়বে গড়ে ৪১ শতাংশ। প্রতিবছর ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে এই আয়ও বাড়বে। কারণ, বন্দরের সব মাশুল ডলারে নির্ধারণ করা হয়।