বার্কশায়ার হাথঅ্যাওয়ের সিইও পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১৬:০২

এ বছরই বার্কশায়ার হাথঅ্যাওয়ের প্রধান নির্বাহীর পদ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট।


ওরাকল অব ওমাহা নামে পরিচিত এই অভিজ্ঞ বিনিয়োগকারী তার কোম্পানির বার্ষিক সভায় বলেছেন, তিনি ভাইস চেয়ারম্যান গ্রেগ আবেলের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।


৯৪ বছর বয়সী বাফেট বলেন, “আমার মনে হয়- বছর শেষে গ্রেগের কোম্পানির প্রধান নির্বাহী হওয়ার সময় হয়েছে।”


বিবিসি লিখেছে, টেক্সটাইল প্রস্তুতকারক হিসেবে ডুবতে বসা বার্কশায়ার হাথঅ্যাওয়েকে ১.১৬ ট্রিলিয়ন ডলারের সম্পদের শিল্পগোষ্ঠীতে পরিণত করা বাফেটই সম্ভবত বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী।


প্রায় ৪০ হাজার দর্শক দাঁড়িয়ে করতালি দেওয়ার পর তিনি মজা করে বলেন, “এই প্রবল উৎসাহকে দুইভাবে ব্যাখার অবকাশ রয়েছে।”


নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহায় শনিবারের কোম্পানির সভায় এ ধনকুবের বলেন, তার সিদ্ধান্ত সম্পর্কে কেবল তার দুই সন্তান হাওয়ার্ড ও সুসি বাফেট ওয়াকিবহাল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও