ঈদ নাটকের শেষ সময়ের প্রস্তুতি
আর কয়েক দিন পরই কোরবানির ঈদ। এ সময় বরাবরই টিভি চ্যানেলগুলো হরেক রকমের নাটক অনুষ্ঠান প্রচারের দিকে বেশি নজর দেয়। তার মধ্যে নাটকের আধিক্য লক্ষণীয়। এখন অবশ্য ওটিটি প্ল্যাটফরমও সঙ্গে প্রচারমাধ্যম হিসেবে যুক্ত হয়েছে। সব মিলিয়ে নির্মাতা ও কলাকুশলীরা এখন দারুণ ব্যস্ত নাটক নিয়ে। বলা যায় শেষ সময়ের প্রস্তুতি চলছে এখন নাট্যাঙ্গনে। গত রোজার ঈদের পর থেকে এ ঈদ পর্যন্ত একটি বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। গত ঈদে যেমন নবীন ও তরুণ অভিনয়শিল্পীদের প্রাধান্য ছিল বেশি। কুরবানির ঈদে সিনিয়র অভিনয়শিল্পীরাও চালকের আসনে রয়েছেন। বিশেষ করে মোশাররফ করিম স্বরূপে হাজির হচ্ছেন নাটক নিয়ে। প্রায় সব ধরনের চরিত্রেই অভিনয় করেছেন আগামী ঈদের নাটকে। এক ডজনেরও বেশি নাটকে তার শ্যুটিং সম্পন্ন হয়েছে। বাকি যে কদিন আছে এর মধ্যেও কয়েকটি একখ-ের নাটকে অভিনয়ের কথা রয়েছে। আগামী ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘আগামী ঈদে আমার অভিনীত নাটকগুলোয় গল্পের বৈচিত্র্য আছে। আমি নিজেও চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শক কীভাবে নেবেন আমার অভিনয় সেটা জানার অপেক্ষায় আছি।’
আরেক জ্যেষ্ঠ অভিনেতা জাহিদ হাসানও ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রোজার ঈদের আগে ওমরাহ পালনের জন্য দীর্ঘ সময় সৌদি আরবে অবস্থান করেছিলেন তিনি। যার কারণে তাকে তখন সেভাবে অভিনয় করতে দেখা যায়নি। কুরবানির ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘দর্শকদের কথা মাথায় রেখেই অভিনয় করছি ঈদের নাটকে। যেকটি নাটকে এ পর্যন্ত অভিনয় করেছি, তার সবকটি গল্পেই বৈচিত্র্য আছে। আশা করছি নাটকগুলো উপভোগ্যই হবে।’