ক্যাফে হামলার ছয় বছর
চলে গেল ১ জুলাই। ছয় বছর আগে, ২০১৬ সালের আজকের দিনে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় জঙ্গি হামলার ঘটনা। সেদিনের ওই ভয়াল রাতে গুলশান-২ এর হলি আর্টিসান ক্যাফে-তে এক নারকীয় হত্যাযজ্ঞ চালায় আন্তর্জাতিক জঙ্গিবাদের আদর্শে প্রভাবিত এদেশীয় কিছু জঙ্গি। হামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ জন বিদেশি নাগরিকসহ মোট ২২ জন।
ঘটনার আকস্মিকতায় সবাই কেমন স্তব্ধ হয়ে যায়। তবে রাজনৈতিক কর্তৃপক্ষ, বিচারবিভাগ, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো সন্ত্রাসী খতমে কঠোর দমননীতি গ্রহণে উদ্যোগী হয়। এমন সমন্বিত জঙ্গি বিরোধী অবস্থান এর আগে দেখা যায়নি। তাই বলা হয় হলি আর্টিসান হামলার আগের ও পরের বাংলাদেশ একেবারেই ভিন্ন। ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, এই হামলার পর ঘুরে দাঁড়াতে না পারলে পদ্মাসেতু, মেট্রোরেল, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, রূপপুর পারমাণবিক প্রকল্পসহ উন্নয়ন কাজগুলো করা যেত না।