কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওয়াসা ‘ভিক্ষুক’ হতে পারে, কিন্তু গরিব না

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ০১ জুলাই ২০২২, ২০:৫০

বিষু বাওয়ালী ওরফে টলা বিষুর চোলাই ছাড়া চলেই না। সে ফুলটাইম বেকার। বিষুর বউ হরিদাসি লোকের বাড়ি দাসিবাদির কাজ করে কিছু আনে। তাই দিয়ে সংসার চলে। বিষু রোজ বাড়ি থেকে বের হওয়ার আগে বউকে বোঝায়, আজ রোজগার করে ফিরবে। কিন্তু এখন তার দু শো টাকা লাগবে। হরিদাসি ধারদেনা করে টাকা দেয়। কিন্তু টলা বিষু সেই টাকায় নেশা করে মাঝ রাত্তিরে টলতে টলতে ফেরে। এক সময় হরিদাসির সব বোঝা হয়ে যায়। সে আর বিষুর কথায় ভোলে না। টাকাও দিতে চায় না।


একদিন বিষু হরিদাসিকে বলল, ‘চললাম। আজ হাজার টাকা কামাই করে বাজার নিয়ে ফিরব।’
হরিদাসি হাসি হাসি মুখ করে বলল, ‘সত্যি!’
বিষু বলল, ‘হ্যাঁরে, সত্যি। আজ টাকা কামাই না করে ফিরব না। কিন্তু এখন তুই আমাকে অন্তত দু শ টাকা দে।’
হরিদাসী বলল, ‘উঁহু, টাকা দিলে তুই মাল খেয়ে উড়িয়ে আসবি।’
বিষু মাথা দুলিয়ে বলল, ‘কাভি নেহি!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও