করোনা সংক্রমণ বাড়ায় চিন্তিত স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুটা চিন্তিত। শুধু সাধারণ মানুষ নয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনেকে করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন।
আজ বুধবার দুপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা শহরের পাঁচটি এলাকায় কলেরার টিকা দেওয়া উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাহিদ মালেক বলেন, ইদানীং করোনার সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। এ সময় টেস্ট (করোনা পরীক্ষা) বেশি করা দরকার। তিনি বলেন, ‘আমরা কিছুটা চিন্তিত।’
বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে।
করোনার অমিক্রন ধরনের দাপট শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দেশে সংক্রমণ কমতে থাকে। গত ২৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০০-এর নিচে ছিল। শনাক্তের হারও ছিল ১ শতাংশের কাছাকাছি। তবে এ মাসের মাঝামাঝি থেকে আবার সংক্রমণ বাড়ছে।