
ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা ঝালমুড়ি বিক্রেতা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:১৮
গাজীপুরের শ্রীপুরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী মো. আবদুল মান্নান শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রীর নামে পল্লী বিদ্যুতের একটি সংযোগ রয়েছে।
রোববার দুপুরে জুলাই মাসের বিল নিয়ে পল্লী বিদ্যুৎকর্মীরা বাড়িতে গেলে দেখা যায়, বিদ্যুৎ বিলের পরিমাণ ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। অথচ এপ্রিল মাসে তাঁর বিল এসেছিল ১৪০ টাকা, মে মাসে ১১৫ টাকা ও জুনে ১২৬ টাকা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভুতুড়ে বিল