You have reached your daily news limit

Please log in to continue


কক্সবাজারের টেকনাফ : ঢেউয়ে ধস মেরিন ড্রাইভে

বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উত্তাল সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কূলে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে পড়েছে মেরিন ড্রাইভ দিয়ে যান চলাচল, হাজারও স্থাপনা ও খেত-খামার।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় গত বুধবার থেকে কক্সবাজারে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে; পাশাপাশি অমাবস্যার প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এতে তীব্র ঢেউ আছড়ে পড়েছে সৈকতজুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনী।

সরেজমিনে দেখা গেছে, আগ্রাসী ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত অন্তত ১০টি স্থান তীব্র ভাঙনের কবলে পড়েছে। তবে ভাঙনকবলিত কয়েকটি স্থানের ক্ষতির মাত্রা তীব্র হওয়ায় নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে হাজারো বসতঘর এবং নানা স্থাপনার পাশাপাশি খেত-খামার। আর সাগরের বৈরী পরিস্থিতি অব্যাহত থাকায় দ্রুততম সময়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব না হলে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভের উল্লেখযোগ্য অংশ বিলীন হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন