![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpande-20220624095650.jpg)
বন্যা ও করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
গত এক সপ্তাহের উপরের সময় ধরে সিলেট বিভাগের সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় মানুষের জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা। ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এবং সিলেট ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে বন্যা পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করেছে।
এই দুই জেলার বেশিরভাগ অঞ্চল পানিতে তলিয়ে গেছে। ফলে জনগণের চলাচলের ক্ষেত্রে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। প্রথম দিকে মানুষের প্রাণহানির ঘটনা তেমন না ঘটলেও, গত দু-তিনদিনে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে, যা সত্যিই কাম্য নয়।