অ্যাপল কর্মীদের ইউনিয়ন গঠনে ‘গর্বিত’ বাইডেন
অ্যাপল কর্মীদের প্রথম শ্রমিক ইউনিয়ন গঠনের উদ্যোগের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সম্প্রতি প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ইতিহাসে প্রথম শ্রমিক ইউনিয়ন গঠনের পক্ষে ভোট দিয়েছেন টোউসন, ম্যারিল্যান্ডের অ্যাপল স্টোর কর্মীরা। প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, “আমি তাদের নিয়ে গর্বিত।”
সোমবার সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কোন পরিস্থিতিতে তারা কাজ করতে চান অথবা চান না, সেটি নির্ধারণের অধিকার শ্রমিকদের আছে।”
বাইডেন খোলাখুলি শ্রমিক ইউনিয়ন গঠনে সমর্থন দিয়ে আসছেন দীর্ঘদিন ধরেই। সম্প্রতি অ্যামাজন ও স্টারবাকসের শ্রমিক ইউনিয়ন সংগঠকদের সঙ্গেও দেখা করেছেন তিনি। শ্রমিক ইউনিউয়ন থাকলে তা পণ্যসহ ‘সবার জন্যই ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন বাইডেন।
গেল সপ্তাহে সাপ্তাহিক ছুটিন দিনে শ্রমিক ইউনিয়ন গঠনের পক্ষে-বিপক্ষে ভোটাভোটি করেছেন টোউসন টাউন সেন্টারের অ্যাপল স্টোর কর্মীরা। ভোটে দ্বিগুণ ভোটে জিতেছেন ইউনিয়ন সমর্থকরা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রশংসা
- শ্রমিক ইউনিয়ন
- জো বাইডেন
- অ্যাপল