![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2022/06/online/photos/22s---2022-06-16T130112-samakal-62aad54d33043.jpg)
দানি আলভেজকে রাখছে না বার্সেলোনা
সমকাল
প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৪:২০
দানি আলভেজ অন্তত বিশ্বকাপ পর্যন্ত বার্সেলোনায় থাকতে চেয়েছিলেন। কিন্তু বার্সেলোনা তাকে আর রাখছে না। চুক্তি নবায়নের কোনো প্রস্তাব না পাওয়ায় আলভেজের বার্সেলোনা অধ্যায়ের দ্বিতীয় মেয়াদ শেষ হচ্ছে অল্পতেই। চলতি মাস শেষেই বার্সেলোনার সাথে সম্পর্ক শেষ হবে এই ব্রাজিলিয়ান ফুটবলারের।
৩৯ বছর বয়সী আলভেজ গত বছরের নভেম্বরে ফ্রি ট্রান্সফারে বার্সায় যোগ দিয়েছিলেন। প্রায় ছয় বছর পর কাতালান ক্লাবে ফিরে এসে লা লিগায় ১৪ ম্যাচ খেলেন। তিনটি অ্যাসিস্টসহ একবার গোলের দেখাও পান।
ইন্সটাগ্রামে লেখা পোস্টে আলভেস লিখেছেন, 'প্রিয় বার্সা ভক্তরা,বিদায় বলার সময় এসেছে। ৮ বছরেরও বেশি সময় ধরে এই ক্লাবে আমি নিজেকে উজাড় করে দিয়েছি। তবে জীবনের সবকিছুর মতো বছরগুলো চলে যায় এবং চলার পথগুলো বদলে যায়। গল্পগুলো কিছু মুহূর্তের জন্য অন্য স্থানে লেখা হয়। এখানেও এমনটাই ঘটেছে।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ২ মাস আগে
প্রথম আলো
| ব্রাজিল
২ বছর আগে
চ্যানেল আই
| বার্সেলোনা
২ বছর আগে