দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ ক্যানসার জয়ে সক্ষম হতে চলেছে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ওষুধ প্রয়োগে কিছুসংখ্যক ক্যানসার রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ক্যানসারে আক্রান্ত কয়েকজন রোগীকে প্রায় ছয় মাস ধরে ডোসটারলিম্যাব নামের একটি ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। এতে সব রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এটি চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে একটি বড় সাফল্য, সন্দেহ নেই।
ট্রায়ালে অংশ নেওয়া সব রোগীর সুস্থ হওয়ার ঘটনা ইতিহাসে এটাই প্রথম। চিকিৎসাবিজ্ঞানীদের এ সাফল্যে বিশ্ববাসী আশাবাদী যে, সেদিন হয়তো বেশি দূরে নয়, যেদিন ক্যানসার জয় করা সম্ভব হবে। এ ট্রায়ালে অংশ নেওয়া ১৮ জন রোগী কোলোন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।
ট্রায়ালে অংশ নেওয়া রোগীদের কারও উল্লেখযোগ্য কোনো শারীরিক জটিলতা সৃষ্টি হয়নি। এটিও চিকিৎসাবিজ্ঞানীদের এক বড় অর্জন। ট্রায়ালটি স্বল্পসংখ্যক রোগীর ওপর চালানো হয়েছে। তাই সংশ্লিষ্ট বিজ্ঞানীরা মনে করছেন, আরও বড় পরিসরের ট্রায়াল চালাতে হবে। সমগ্র বিশ্বের মানুষ আশাবাদী, বিজ্ঞানীরা বড় পরিসরের ট্রায়ালেও আশানুরূপ সাফল্য পাবেন।