এখন আর কেউ খবর নেয় না, বললেন আজম খানের মেয়ে
ক্যালেন্ডারের হিসাবে আজ ঠিক ১১ বছর পার হতে চলল। আজকের দিনেই পৃথিবীর ভ্রমণ শেষ হয়েছিল ঢাকার কমলাপুরে জন্ম নেওয়া মুক্তিযোদ্ধা ও বাংলা রক গানের অন্যতম সংগীতশিল্পী আজম খানের। ২০১১ সালের এই দিনে সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষবারের মতো শ্বাস নিয়েছিলেন তিনি। ৬১ বছর বয়সে পৃথিবীর ভ্রমণ শেষ করা এই শিল্পী ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন।
এক বছরের বেশি সময় ক্যানসারের সঙ্গে লড়ে জীবনযুদ্ধে পরাজয় মেনে নেওয়া আজম খান রেখে যান স্বাধীন দেশ ও মানচিত্র আর বাংলা রক গান। মারা যাওয়ার দিন তাঁকে শেষবারের মতো দেখতে অনেকে ভিড় করেছিলেন হাসপাতালের সামনে ও শেষ যাত্রায়। এত বছর পর আজ রোববার দুপুরে যখন আজম খানের বড় মেয়ে ইমা খানের সঙ্গে কথা হচ্ছিল, তিনি জানালেন, ‘এখন আর কেউ খবর নেয় না। জানতেও চায় না, কেমন আছি, কীভাবে আছি। কীভাবে কাটছে আমাদের দিনকাল। হয়তো এটাই বাস্তবতা। আমরাও স্বাভাবিকভাবে এটা মেনে নিয়েছি।’