কোনো গাছ না লাগিয়েই বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নিজস্ব অর্থায়নে ২০১৯, ২০২০ সালে কোনো গাছ লাগায়নি। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য উপজেলাটির পক্ষ থেকে আবেদনও করা হয়নি। উপজেলা পর্যায়ের কমিটি থেকে পাঠানো সুপারিশের তালিকাতেও উপজেলা পরিষদের নাম নেই। অথচ বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় জাতীয় পুরস্কার পাচ্ছে হাটহাজারী উপজেলা পরিষদ।
হাটহাজারী উপজেলা কমিটি এ পুরস্কারের জন্য সুপারিশ করেছিল মোহাম্মদ রুহুল আমীন ও তাঁর স্ত্রী ফারজানা শারমীনের নাম। এই দম্পতি ব্যক্তিগত খরচে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও খোলা জায়গায় গাছ রোপণ করেন এবং তা পরিচর্যার জন্য লোক নিয়োগ করেন। তাঁদের করা আবেদনের তথ্য অনুযায়ী, তাঁরা ৪ একর জায়গাজুড়ে ২ হাজার ৬০০টি গাছ রোপণ করেন। প্রায় শতভাগ গাছকে চার থেকে সাত ফুট পর্যন্ত বড় করে তোলেন তাঁরা।