রাষ্ট্রের টাকায় হজ পালন নিয়ে বিতর্ক

ডয়েচ ভেল (জার্মানী) আসজাদুল কিবরিয়া প্রকাশিত: ০৩ জুন ২০২২, ১৬:০৫

তবে এ বছর সারা বিশ্ব থেকে মোট ১০ লাখ মুসলমান হজ করতে পারবেন৷ এজন্য ৬৫ বছরের কমবয়সি হতে হবে এবং থাকতে হবে পূর্ণডোজ টিকা গ্রহণ৷ এই ১০ লাখের মধ্যে বাংলাদেশে থেকে যেতে পারছেন ৫৭ হাজার ৫৮৫ জন৷ এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যাচ্ছেন৷ ৫ জুন থেকে বাংলাদেশি হজযাত্রী নিয়ে বিমান যাত্রা শুরু হওয়ার কথা৷


এদিক এ বছর বাংলাদেশ থেকে সরকারি খরচে ২৭৯ জন হজে যাবেন বলে ঠিক হয়েছে৷ এদের মধ্যে ৯৯ জন হজ প্রশাসনিক সহায়তা দল, ৪২জন কারিগরি দল এবং ১৩৮ জন চিকিৎসক দলের সদস্য হিসেবে যাচ্ছেন৷ সব মিলে এই হজ সহায়তা দলের ২৭৯ জনের পেছনে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে৷


এমন নয় যে সরকারি খরচে হজে ও মক্কায় বাংলাদেশি হাজীদের সহযোগিতার জন্য যাওয়ার বিষয়টি নতুন৷ গত দু'বছর বাদে আগের প্রতি বছরই এভাবে কিছু মানুষ হজে গিয়েছেন সরকারি খরচে৷ ঠিক কবে থেকে এই প্রথা চলে আসছে তা সঠিকভাবে জানা গেলেও এই চর্চাটা নতুন নয়৷ এ নিয়ে আলোচনা-সমালোচনাও হয় প্রতিবারই৷ এবারও বিষয়টি নিয়ে দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে৷ বিশেষ করে সরকার যখন এবার বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানোর অন্যতম কৌশল হিসেবে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কিছুটা বিধি-নিষেধ আরোপ করেছে, তখন সরকারি খরচে হজে যাওয়ার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না অনেকে৷ কেউ কেউ এভাবে হজ পালন ইসলামের বিধানসম্মত হচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছেন৷ আবার কারো কারো প্রশ্ন হলো, যাদের এই হজ সহায়তা দলে নেয়া হচ্ছে, তাদের সবাই এ কাজের যোগ্য কি না৷ তবে এসব প্রশ্ন ও সমালোচনার মধ্য দিয়ে চটজলদি কোনো উপসংহারে উপনীত হওয়ার আগে কিছু বিষয় একটু পর্যালোচনা করা প্রয়োজন৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও