পদ্মা সেতু নিয়ে যে কারণে বিএনপির ‘গা জ্বলে’
২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন। এটা সেই সেতু, যার প্রতিটি পিলার ও স্প্যান বসানোর সময় গণমাধ্যমে বড় করে খবর হয়েছে। বাংলাদেশে এত বড় ভাগ্যবান প্রকল্প বোধ করি আর একটিও নেই, যার প্রতিটি ধাপ গণমাধ্যমের নজর কেড়েছে। মানুষ চাক বা না চাক, এর প্রতিটি ইটের খবর মানুষকে জানিয়ে ছেড়েছে সরকার। কেবল তা-ই নয়, এটি নিয়ে দীর্ঘ বিতর্কে মেতেছে সরকারি আর বিরোধী দল। প্রায় ১৪ বছর একটানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ‘গলাবাজির’ সবচেয়ে বড় অস্ত্র এখন যেমন পদ্মা সেতু, তেমনি এটি নিয়ে বিরোধী দল ও বিশেষজ্ঞদেরও এন্তার আপত্তি আছে। যদিও প্রত্যক্ষ-পরোক্ষ নানান চাপে চাইলেই সরকারের এই অতি প্রিয় সেতুর সমালোচনা যে কেউ করতে পারে না, তারপরও কিছু কথা তো উঠেই যায়।
এই যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তো বলেই ফেলেছেন, পদ্মা সেতু তৈরি হয়ে যাওয়ায় ‘বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা’। বুকের জ্বালার একটা ব্যাখ্যা অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে দিয়েছেন। তিনি বলেছেন, ‘পদ্মা সেতু হচ্ছে বলে আমাদের গায়ে জ্বালা হচ্ছে না। আমাদের গায়ের জ্বালা হচ্ছে যে তারা পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে সম্পদ করছে। এটা আমাদের টাকা, জনগণের টাকা। এভাবে সমস্ত মেগা প্রজেক্ট থেকেই তারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে।’