You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষিত বেকার কমাব কীভাবে

ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি এলাকার কফিশপ বা ভালো রেস্টুরেন্টগুলোতে কর্মরত বিক্রয় সহযোগী বা সেবাপ্রদানকারী তরুণ-তরুণীদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন তাঁদের বেশিরভাগই ঢাকা বা অন্য বৃহৎ শহরের সরকারি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে অনার্স বা মাস্টার্স করছেন; এমনকি বিএ-বিকম পাসও করেছেন। অন্য কিছু বড় শহরে বড় দোকান ও অভিজাত রেস্টুরেন্টগুলোতেও একই অবস্থা। তাঁদের প্রায় সবারই মাসিক আয় বেতন ও বখশিশ মিলিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা।


তাহলে কি আমরা বলতে পারি, দেশে তেমন শিক্ষিত বেকার নেই? উত্তরটা হ্যাঁ অথবা না হলেও এটা সত্য, শিক্ষিত তরুণ-তরুণীদের অনেকেই তাঁদের আকাঙ্ক্ষিত কাজটি পাচ্ছেন না। অন্যদিকে, এটিও সত্য, আমাদের দেশে সেবা খাতের বিকাশের সঙ্গে শিক্ষিত বেকার অনেক কমে গেছে কিংবা পুরোপুরি বেকারত্ব নেই বললেই চলে; যা আছে তা হলো প্রচ্ছন্ন বেকারত্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন